থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া ব্যক্তিগত রিভলবার সাড়ে ৪ মাস পর উদ্ধার
গত ৫ আগস্ট চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া দুটি রিভলবার উদ্ধার হয়েছে।
আজ বুধবার বিকেলে বন্দরনগরীর সাগরিকায় কাস্টমস একাডেমি সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় সেগুলো পড়ে ছিল।
পুলিশ জানায়, ব্যক্তিগত রিভলবার দুটি থানার অস্ত্রাগারে জমা রাখা হয়েছিল।
ঘটনাস্থল থেকে ১৬ রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মাইনুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ব্যক্তিগত অস্ত্র দুটি থানার অস্ত্রাগারে জমা ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন পাহাড়তলী থানায় হামলা হয়। সেদিন থানায় আগুন লাগানোর আগে অন্যান্য অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে ওই দুটি রিভলবারও লুট করা হয়েছিল।'
তিনি আরও বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আজ বিকেলে কাস্টমস ট্রেনিং একাডেমির পেছনে একটি ড্রেনের কাছে পরিত্যক্ত অবস্থায় রিভলবার দুটো পায়।'
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Comments