শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত

শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা।

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে গতকাল নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

আইন সচিব মো. গোলাম সারওয়ার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রথমে আপিল বিভাগের বিচারক এবং পরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গতকাল বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর আপিল বিভাগের আরও চার বিচারপতি পদত্যাগ করেন।

 

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

2h ago