প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের সিদ্ধান্ত

ওবায়দুল হাসান। ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শনিবার দুপুর ১টার মধ্যে শিক্ষার্থীরা তাকে ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার পর প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কয়েকশ আন্দোলনকারী সুপ্রিম কোর্ট ঘেরাও করে।

এসময় দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, 'পদত্যাগের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেগুলো শেষ করে আজ সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আমার পদত্যাগপত্র পাঠাব।'

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

8h ago