মা এখনো কোথাও আশ্রয় চাননি: জয়

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টা ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনা 'কোথাও আশ্রয়' চাননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে জয় জানান, তার মা যেভাবেই হোক অবসর নেওয়ার কথা ভাবছিলেন। এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন এবং পরিবারকে সময় দেবেন।

'আশ্রয়ের আনুরোধে' যুক্তরাজ্যের 'নীরবতা' এবং যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ভিসা বাতিল সংক্রান্ত একাধিক প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে জয় বলেন, 'তার আশ্রয় চাওয়ার এসব প্রতিবেদন ভুয়া। তিনি এখনো কোথাও আশ্রয়ের অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাড়া না দেওয়ার তথ্য সঠিক নয়।'

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি।'

তাদের পরিবারের সদস্যরা এখন একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন বলেও জানান জয়। তবে কোথায়, কীভাবে তা এখনো জানেন না।

তিনি বলেন, 'আমি ওয়াশিংটনে, খালা লন্ডনে, বোন দিল্লিতে থাকে। আমরা এখনো জানি না- তিনি এসব জায়গায় ভ্রমণের মধ্যে থাকতে পারেন।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। সেদিন বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে ভারতে যায়। এসময় ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।

 

 

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

14m ago