মা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর পদ থেকে আজ সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জয় এই কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, 'তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।'

প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে তিনি আরও জানান, তার মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। পরিবারের কথায় নিজের নিরাপত্তার বিষয়টি ভেবে তিনি দেশ ছাড়েন।

শেখ হাসিনার শাসনকালের বিষয়ে জয় বলেন, 'তিনি বাংলাদেশের অবস্থার পরিবর্তন করেছেন। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। একটি দরিদ্র দেশ হিসেবে ছিল। অথচ এখন বাংলাদেশকে এশিয়ার "রাইজিং টাইগার" হিসেবে বিবেচনা করা হয়। তিনি খুব হতাশ হয়েছেন।'

Comments

The Daily Star  | English

Four reform commission chiefs submit reports to Yunus

They submitted the reports to Yunus at the chief adviser's office in Dhaka's Tejgaon around 11:30am.

1h ago