বরিশালে সাবেক মেয়রের বাসভবনে পুড়ে যাওয়া মরদেহের পরিচয় শনাক্ত

বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে দেওয়া আগুনে পুড়ে যাওয়া তিন মরদেহের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন-- বাকেরগঞ্জের চরামদ্দি নিবাসী মইন জমাদ্দার (৪৫), নাজির মহল্লার বাসিন্দা নুর ইসলাম নুরু (৪৫) ও বরিশাল নগরীর শিতলা খোলার বাসিন্দা প্রশান্ত (৩৪)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল ৩টায় ভবনটিতে উত্তেজিত জনতা আগুন দেয়। এসময় আগুন নেভাতে চাইলেও ফায়ার সার্ভিসকে বিক্ষোভকারীরা যেতে দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সব মরদেহ বাসার দোতলায় পাওয়া গেছে। আগুনে দোতলা বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। লাশগুলো এমনভাবে পুড়েছিল যে রাত পর্যন্ত লাশের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

24m ago