কীর্তনখোলায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ, ১ জনের মৃত্যু নিখোঁজ ৩

কীর্তনখোলা নদী। ফাইল ফটো

বরিশালে কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি স্পিডবোট ডুবে গেছে। 

এ ঘটনায় একজন মারা গেছেন এবং ৩ জন নিখোঁজ আছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভোলা থেকে ১০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় স্পিডবোটটি। এটি চরমোনাই এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্পিডবোট ডুবে গেলে পাঁচজন সাঁতরে তীরে ওঠেন। ডুবে যাওয়াদের মধ্যে দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন মারা যান।

ডুবে যাওয়া অপর তিনজনকে এবং স্পিডবোটটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে নৌ পুলিশ।

ওসি সনাতন চন্দ্র জানান, নৌ-পুলিশসহ উদ্ধারকারী অন্যান্য সংস্থা ঘটনাস্থলে আছে।

Comments

The Daily Star  | English

Donald Trump takes oath as 47th president of the United States

He promises a blitz of immediate orders on immigration, trade wars and the US culture wars

2h ago