কুমিল্লায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত ২

কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার দেবীদ্বারে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দেবীদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে মো. রুবেলের (৩৩) পরিচয় জানা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি।

সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রাত পর্যন্ত দুইজন নিহতের তথ্য পাওয়া গেছে। 

দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, রুবেলকে দুপুর ১টার দিকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

1h ago