ছাত্রহত্যার বিচার দাবিতে নরসিংদীতে শিক্ষকদের বিক্ষোভ-মিছিল

কোটা আন্দোলন
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সংহতি জানিয়ে ও শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের বিক্ষোভ। ছবি: স্টার

দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সংহতি জানিয়ে ও শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকরা বিক্ষোভ ও মিছিল করেছেন। 'নরসিংদী শিক্ষক সমাজ'র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুর ১২টা থেকে নরসিংদীর পৌর পার্কে শিক্ষকরা সমবেত হন। আধা ঘণ্টা পর তারা মিছিল নিয়ে শহরের কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করেন।

পরে তারা নরসিংদী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন।

সে সময় কয়েকটি প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক অংশ নেন। শিক্ষকদের পাশাপাশি হাতের লেখা ব্যানার নিয়ে শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।

মানববন্ধনে নরসিংদী বিজ্ঞান কলেজের প্রভাষক শামসুল ইসলাম সোহাগ, নরসিংদী মডেল কলেজের প্রভাষক মাইনুল ইসলাম, পলাশ মডেল কলেজের প্রভাষক আরিফ পাঠান, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এ ছাড়াও, কোটা আন্দোলনকারীদের সমর্থনে শিক্ষক ও শিক্ষার্থীরা নরসিংদী কালিকুমার ইন্সটিটিউশন ও কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এটি দুপুর একটার দিকে শেষ হয়।

কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

"No meeting has happened of the National Command Authority, nor is any such meeting scheduled," he told ARY TV.

6m ago