লন্ডনের সম্পত্তির আয় নিয়ে টিউলিপের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাজ্যের পার্লামেন্ট

টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট
টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার।

লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি ও ডেইলি মেইল।

টিউলিপের বিরুদ্ধে এই তদন্তের কথা যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনারের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

গত মাসে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি নির্বাচনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসন নির্বাচিত হন। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন সরকারে টিউলিপ সিদ্দিকের পদের নাম পার্লামেন্টারি সেক্রেটারি (ইকনোমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার)।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পার্লামেন্টে টিউলিপই প্রথম সদস্য যাকে স্ট্যান্ডার্ডস কমিশনারের তদন্তের মুখে পড়তে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ। বিষয়টি নিয়ে গত মাসের শুরুতে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

এ ব্যাপারে লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, বিষয়টি টিউলিপের নজর এড়িয়ে গিয়েছিল। এটি জানতে পারার সঙ্গে সঙ্গে হাউস অব কমনসের রেজিস্ট্রারে তা উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারকে পূর্ণ সহযোগিতা করবেন টিউলিপ।

Comments

The Daily Star  | English

BNP wants national polls by mid-2025

The BNP wants the national election by the middle of this year and local government polls afterwards.

5h ago