আজ বন্ধ থাকবে মার্কিন দূতাবাস, বাংলাদেশে তাদের নাগরিকদের করেছে সতর্ক

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ গত কয়েকদিন ধরে দীর্ঘায়িত হয়েছে এবং ঢাকা শহর, এর পার্শ্ববর্তী এলাকা ও অন্যান্য শহর জুড়ে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে।'

'প্রতিবেদনগুলো বলা হয়েছে, সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু ও শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। বিক্ষোভের কারণে স্থানীয় পরিবহন সেবার ওপর প্রভাব পড়তে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।'

'মার্কিন নাগরিকদের সতর্কতা অনুসরণ করা উচিত এবং তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্নিধারণ করা উচিত, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়। বিক্ষোভ এড়িয়ে চলতে হবে এবং যেকোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে।'

'ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা; স্থানীয় আয়োজনসহ আপনার আশেপাশের বিষয়ে সচেতন থাকুন এবং সবশেষ পরিস্থিতি জানতে স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করুন।'

'উদ্ভূত পরিস্থিতির কারণে ১৮ জুলাই ঢাকায় মার্কিন দূতাবাস সাধারণ জনগণের জন্য বন্ধ থাকবে। মিশন কর্মীদের কেবল কূটনৈতিক এলাকার মধ্যে চলাচল করার পরামর্শ দেওয়া হলো।'

 

Comments

The Daily Star  | English

Yunus calls for united action to tackle climate crisis

Focuses on youth potential for green growth and sustainability

2h ago