চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত বেড়ে ৩

স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এই নিয়ে এই সংঘর্ষে তিনজন নিহত হলেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এই সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, আরেকজন পথচারী এবং অপরজন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় নিহতের নাম মো. ফয়সাল আহমেদ শান্ত (২৪)। তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। শান্ত এমইএস কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি আরও জানান, সংঘর্ষে আহত ৩০ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

এর আগে দুইজন নিহত হওয়ার পর সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, 'বিকেল সাড়ে ৪টার দিকে ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'

নিহত দুই জন হলেন মো. ফারুক (৩২) ও ওয়াসিম আকরাম (২৪)। তাদের মধ্যে ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র এবং ফারুক ব্যবসায়ী।

সাইফুল বলেন, 'কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আমরা উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছি।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুজহাত ইনু ডেইলি স্টারকে জানিয়েছেন, 'ওয়াসিমকে ছুরিকাঘাত করা হয়েছে এবং ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল। আহত আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

ফারুকের স্ত্রী সীমা জানিয়েছেন, 'তার স্বামী ফার্নিচার দোকানে কাজ করতেন।'

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের প্রতিবেদক জানিয়েছেন, চট্টগ্রামে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Magura child rape case: Hitu Sheikh sentenced to death

Hitu's wife Jaheda Begum and his sons -- Ratul Sheikh and Sajib Sheikh -- were acquitted from the charges as allegations brought against them could not be proven.

Now