‘আমি ভালো আছি’, চোট নিয়ে বললেন মেসি
কলম্বিয়ার বিপক্ষে কোটা আমেরিকার ফাইনালে চোট পেয়ে ম্যাচের মাঝেই বেরিয়ে যান লিওনেল মেসি। পরে তাকে কাঁদতেও দেখা গিয়েছিলো। মেসিকে ছাড়াই অবশ্যই পরে ম্যাচ জিতে কোপার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। কাপ জেতার পর মেসি জানালেন তিনি এখন ভালো আছেন, দ্রুতই মাঠে ফেরার আশাতেও আছেন।
সোমবার বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দলের জয়ে পুরোটা মাঠে থাকতে পারেননি মেসি।
পরদিন ইন্সটাগ্রাম পোস্টে দিলেন নিজের খবর, 'কোপা আমেরিকা শেষ হয়েছে, প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানানোর জন্য।'
'আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ। আমি আশা করছি শিগগিরই মাঠে উপভোগ করব। আমি খুশি, খুব খুশি। বিশেষ করে আমরা যা অর্জন করতে চেয়েছি তা অর্জন করতে পেরেছি।'
যদিও মেসির গোড়ালির চোটের অবস্থা অস্পষ্ট। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে কবে তিনি মাঠে ফিরবেন তা নিশ্চিত নয়।
৬৬ মিনিটে চোটের কারণে মেসির মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দলের অবস্থা সুবিধার ছিলো না। কলম্বিয়া তখন বেশ দাপুটে ফুটবলই খেলছিল। এমন পরিস্থিতিতে বেরিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মেসি।
পরে বেঞ্চে বসে বাকি ম্যাচ দেখেন মেসি। অতিরিক্ত সময়ে পরে লাউতারো মার্তিনেজ তাকে ভাসান আনন্দে। এবার আনন্দে চোখে জল নেমে আসে তার।
ইন্সটাগ্রাম পোস্টে দলের জয়ের পেছনে সতীর্থদের ভূমিকা নিয়ে কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা, 'আমি খুশি, খুব খুশি। বিশেষ করে আমরা চেয়েছিলাম ফিদের (আনহেল দি মারিয়া) জন্য এটা করতে (জিততে)। এটা বিশেষ এক অনুভূতি। আমরা যারা অভিজ্ঞ আছি তাদের সঙ্গে তরুণ গ্রুপটা নিজেদের নিংড়ে দিয়েছে। আমরা একটা পরিবারের মতন খেলেছি।'
Comments