মেসির আরেক বন্ধুকে চায় মায়ামি

লিওনেল মেসিকে দলভুক্ত করার পর তার বেশ কিছু বন্ধুকে দলে টানে ইন্টার মায়ামি। জর্দি আলবা, সের্জিও বুসকেতসের পর লুইস সুয়ারেজকে সই করায় দলটি। সে ধারায় এবার মেসির আরও একজন বন্ধুকে দলে নিতে চায় তারা। আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে দলটি। স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে এরমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে ইএসপিএন।
ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস নিজেই মাদ্রিদ সফরে গিয়ে দুই ক্লাবের মধ্যে আলোচনা এগিয়ে নিয়েছেন। তবে ৩১ বছর বয়সী দি পলকে দলে নিতে গেলে একটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে মায়ামিকে। বর্তমানে তাদের তিনটি ডিপি স্পট পূর্ণ: মেসি, আলবা ও বুসকেতস। এর মধ্যে আলবা সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। তবে মেসি ও বুসকেতসের চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে।
মেসির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে এবং দুই পক্ষই একসঙ্গে থাকার ব্যাপারে আগ্রহী। তবে বুসকেতসের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন হোর্হে মাস, যদিও তিনি জানিয়েছেন দরজা এখনো খোলা।
অন্যদিকে দি পলকে দলে টানার বিষয়ে আশাবাদী ইন্টার মায়ামি মালিক মাস। এক সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেন, 'আমরা শুধু মেজর লিগ সকারেই নয়, বরং পুরো আমেরিকান মহাদেশে সেরা দল গড়তে চাই। শুধুমাত্র এক তারকা নয়, একাধিক তারকাকে নিয়েই আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের তালিকায় কারা আছেন, তা আমরা জানি।'
অ্যাতলেতিকো মাদ্রিদ ইতোমধ্যেই জানিয়েছে, দি পল যদি চুক্তি নবায়নে অনাগ্রহী হন, তবে তারা চলতি গ্রীষ্মেই তাকে ছেড়ে দিতে প্রস্তুত। যদিও কোচ ডিয়েগো সিমিওনে দি পলকে তার স্কোয়াডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন এবং তার বিদায়ে আপত্তি জানাতে পারেন।
দি পলের সঙ্গে অ্যাতলেতিকোর বর্তমান চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। বিনা ট্রান্সফার ফিতে তাকে হারানোর ঝুঁকি এড়াতেই ক্লাবটি এখন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে। তবে ইএসপিএনের বিশ্লেষণে বলা হয়েছে, দি পলের ট্রান্সফার ফি মেটানো মায়ামির জন্য আর্থিক দিক থেকে বেশ কঠিন হবে। তবে দুই ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই আলোচনা এগিয়ে নিতে সাহায্য করতে পারে। অ্যাতলেতিকোর সিইও মিগেল আনহেল গিল এবং মায়ামির সহ-মালিক হোর্হে মাসের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
তবে ইন্টার মায়ামি আশাবাদী মেসির উপস্থিতি দি পলের ট্রান্সফার বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে পারে। আর্জেন্টিনা জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর।
এদিকে অ্যাতলেতিকোতে দি পলের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, ক্লাবটি ইতোমধ্যেই দল গোছানো শুরু করেছে। নতুন চুক্তির তালিকায় আছেন ভিয়ারিয়াল থেকে আলেক্স বাইনা, আতালান্তা থেকে মাতেও রুগেরি, স্থায়ী চুক্তিতে ক্লেমঁ লংলে ও হুয়ান মুসো। এছাড়া রিয়াল বেতিসের মিডফিল্ডার জনি কারদোসোকে সই করানোর ঘোষণা আসতে পারে সপ্তাহের শেষেই। গোল্ড কাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কারণে তার আনুষ্ঠানিকতা কিছুটা বিলম্বিত হয়েছে।
দি পল ক্লাব ছাড়লে সম্ভাব্য বিকল্প হিসেবে ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার জাভি গেরার নাম বিবেচনায় রেখেছে অ্যাতলেতিকো। ক্লাবের ঘনিষ্ঠ সূত্র মতে, গেরা গত গ্রীষ্মেই ক্লাবে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
তবে একাধিক সূত্র বলছে, দি পলের বিদায় শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও প্রভাব ফেলতে পারে। ক্লাবের ভেতরে তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন হচ্ছেন আরেক আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।
Comments