মরিচের কেজি ২০০, সবচেয়ে কমদামী সবজি কাঁচা পেঁপে

কারওয়ান বাজারের একটি কাঁচা মরিচ বিক্রির দোকান। ছবি: স্টার

গতকাল ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম আজ রোববার নেমেছে প্রায় অর্ধেকে। খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় গতকালের চেয়ে দাম কমেছে।

রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বাজারে আজ সকালে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রেতারা হাঁকডাক ছাড়ছেন, 'খালি ২০০ টাকা, ২০০ টাকা'।

এমন হাঁকডাকের কারণ জানতে চাইলে বিক্রেতা মো. সজীব দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল তো দাম অনেক বেশি ছিল, তাই…।'

তিনি জানান, গতকালও ৩৫০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং আজ সরবরাহ বাড়ায় দাম কমেছে।

তিনি বলেন, 'আমরা তো যেমন দামে কিনি তেমন দামেই বেচতে হয়।'

মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানগুলোতে।

৫০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। ছবি: স্টার

সবজির দোকানগুলো ঘুরে দেখা যায়, ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। সবচেয়ে কম দাম পেঁপের।

কারওয়ান বাজারে খুচরা দোকানে পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। পটল ৬০ টাকা; চিচিঙ্গা ৭০ টাকা; ঢেঁড়স, ধুন্দল, কচুর মুখি ও বরবটি ৮০ টাকা; বেগুন ও করল্লা ১০০ কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া, শসার কেজি ৬০ টাকা এবং টমেটোর ১৮০ টাকা।

গতকালের চেয়ে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি আজ বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এ ছাড়া, সোনালি মুরগির কেজি ২৮০-৩০০ টাকা।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago