পুলিশের বাধা উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পুলিশের বাধা উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা নিয়ে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা | ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা নিয়ে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন।

সেখানে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।

পুলিশের বাধা উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
আজ বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কোটা-ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ | ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। অবরোধ করায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে আটকা পড়েছে দূরপাল্লার যানবাহন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তারা আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন বাধা দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারেন। তারা সেটি না করে নিয়মিত সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। সড়ক ছেড়ে দিতে আমরা তাদের অনুরোধ করছি।'

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago