বাঁহাতি পেসারদের নিয়ে রেটিং

মোস্তাফিজকে দশে কত দিলেন ওয়াসিম আকরাম?

Mustafizur Rahman & Wasim Akram

ক্রিকেট ইতিহাসে সেরা পেসারদের ছোট্ট তালিকায়ও ওয়াসিম আকরামের নাম আসবে। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি এই পেসারের উইকেট সংখ্যা নয়শর উপরে। বিশ্ব ক্রিকেটের এই কিংবদন্তি বর্তমানে নামকরা কয়েকজন বাঁহাতি পেসার সম্পর্কে নিজের মন্তব্য জানিয়েছেন। সেখানে তিনি মোস্তাফিজুর রহমানকে দশের মধ্যে দিয়েছেন সাত।

সাদা বলের ক্রিকেটেই মূলত মোস্তাফিজের সব মনোযোগ। বাংলাদেশি এই পেসার লাল বলের ক্রিকেটে অলিখিত অবসরেই চলে গেছেন বলা চলে। এ কারণেই মূলত ওয়াসিমের কাছ থেকে সাতের বেশি নাম্বার পাননি তিনি, 'সে টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করে না। আমরা যেহেতু টি-টোয়েন্টির কথা বলছি, এই সংস্করণে সে বেশ ভালো। বিশেষ করে তার কাটারের কারণে এবং সে এখন নতুন বলে ইনসুইংও শিখেছে। নতুন বল কিছুটা ভেতরে আসে। আগে শুধু এঙ্গেলে বেরিয়ে যেত, কিছুটা অনুমেয় হয়ে পড়েছিল।'

মোস্তাফিজের কাটারের সুনাম বিশ্বজুড়েই রয়েছে। কীভাবে কাটারে তিনি এত সফল? ওয়াসিম ব্যাখা করেন, 'এটার পেছনে অনুশীলন কারণ এবং সে (কাটার) বেশ ভালোভাবে গোপন রাখতে পারে। সে বল ছুড়ার আগে আঙুল বিভক্ত করে না এবং তার অ্যাকশনেও পরিবর্তন আসে না। এ কারণে সে ধারাবাহিক। তার ইনজুরি সমস্যা রয়েছে যদিও।'

স্পোর্টসকিডা নামের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বের আরও তিনজন বাঁহাতি পেসারকে রেটিং করেন ওয়াসিম। ভারতের আর্শদীপ সিংকে দশে আট দেন তিনি। টেস্ট ক্রিকেটে ৫০২ উইকেট নেওয়া ওয়াসিম নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে দিয়ে ফেলেন দশে দশ। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে পাকিস্তানের বিশ্বজয়ী এই পেসার দেন ৯.৭৫। তবে স্টার্ককে যে তিনি চূড়ায় রাখেন তা তার আরেক কথায় স্পষ্ট হয়ে যায়, 'শেষ দশ বছরে স্টার্কের পরে যদি কোনো শীর্ষ পর্যায়ের বাঁহাতি পেসার আসে, তাহলে আমি ট্রেন্ট বোল্টেরই নাম বলব।'

টেস্ট ক্রিকেটে ৭৮ ম্যাচে প্রায় ২৭ গড়ে বোল্টের শিকার ৩১৭ উইকেট। ১১৪ ওয়ানডেতে প্রায় ২৪ গড়ে ২১১ উইকেট রয়েছে এই কিউই পেসারের। টি-টোয়েন্টিতে ৬১ ম্যাচে ৭.৬৮ ইকোনমিতে বোলিং করেছেন তিনি, তাতে উইকেট আদায় করেছেন ৮৩টি।

বোল্টের প্রতিবেশী দেশের স্টার্ক এ পর্যন্ত ৮৯ টেস্ট খেলে প্রায় ২৭ গড়ে নিয়েছেন ৩৫৮ উইকেট। ওয়ানডে সংস্করণে ২৩ গড়ে ১২১ ম্যাচে ২৩৬ উইকেট এই অজি পেসারের। আর কুড়ি ওভারের খেলায় ৬৫ ম্যাচে তিনি ৭৯ উইকেট শিকার করেছেন ৭.৭৪ ইকোনমিতে বোলিং করে।

টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজের ঝুলিতে রয়েছে ১০৩ ম্যাচে ১২৮ উইকেট। বাংলাদেশের জার্সিতে কুড়ি ওভারের খেলায় তিনি বোলিং করেছেন ৭.৪০ ইকোনমিতে। ওয়ানডে ক্রিকেটে ১০৪ ম্যাচে প্রায় ২৬ গড়ে ১৬৪ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। সাদা পোশাকে ১৫ ম্যাচের বেশি খেলেননি, তাতে পেয়েছেন প্রায় ৩৬ গড়ে ৩১ উইকেট।

টি-টোয়েন্টিতে ভারতীয় দলে গত কয়েক বছরে নিয়মিত মুখ আর্শদীপ। ইতোমধ্যে ৫২ ম্যাচে ৭৯ উইকেট নিয়ে ফেলেছেন তিনি এই সংস্করণে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড় প্রায় ১৯ ও ইকোনমি ৮.৩৯ সদ্য বিশ্বকাপ জেতা এই পেসারের।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago