আইপিএলে অবিক্রীত থাকার পর পিএসএলের নিলামে মোস্তাফিজ

Mustafizur Rahman

গত মাসে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবিক্রীত ছিলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার এবার নাম লেখালেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে। সূচি অনুসারে, খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী বছরের ১১ জানুয়ারি।

নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধন করার বিষয়টি গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। তার পাশাপাশি নিলামে থাকছেন ইংল্যান্ডের ডেভিড উইলি ও জেসন রয় এবং অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা।

পিএসএলে এর আগে একবার খেলেছেন ২৯ বছর বয়সী মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের জার্সিতে ২০১৮ সালে পাঁচ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ২৫.৭৫ গড়ে ও ৬.৪৩ ইকোনমিতে তিনি শিকার করেছিলেন ৪ উইকেট। তবে সেবার লাহোর পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল।

পিএসএলের এবারের আসর আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। অংশ নেবে ছয়টি দল। সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। গতবার মুলতান সুলতান্সে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় আইপিএলের দুইদিনব্যাপি মেগা নিলামের দ্বিতীয় দিনে অ্যাক্সিলারেটেড রাউন্ডে নাম ওঠে মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু নিলামের সঞ্চালক মল্লিকা সাগর ফ্র্যাঞ্চাইজিগুলোর দৃষ্টি আকর্ষণ করলেও কেউ সাড়া দেয়নি। ফলে দল পাননি তিনি।

সবশেষ আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরটির পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচ খেলেন তিনি। শিকার করেন ১৪ উইকেট। তবে তিনি ওভারপ্রতি গড়ে ৯.২৬ করে রান দিয়েছিলেন।

চেন্নাই ছিল আইপিএলে মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি দল। ২০১৬ সালে নিজের অভিষেক আইপিএল আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এরপর মোস্তাফিজ খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে।

Comments

The Daily Star  | English
Binimoy platform suspended by Bangladesh Bank

BB suspends Binimoy over irregularities

During the previous AL govt, it was developed by the IDEA under the ICT Division at a cost of Tk 65 crore.

10h ago