মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো থেকে ৬টি ব্রাহমা জাতের গরু জব্দ

অভিযানের সময় সাদিক অ্যাগ্রোর মালিক বা ব্যবস্থাপক কাউকে পাওয়া যায়নি খামারে।
সাদিক অ্যাগ্রোর খামার। ছবি: সংগৃহীত

সাদিক অ্যাগ্রোর খামার থেকে ব্রাহমা জাতের ৬টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রোর খামারে অভিযান চালানো হয়। 

এ সময় ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বসনা আক্তার উপস্থিত ছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গরুগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে।

দুদক সূত্র জানায়, বিভিন্নভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের দল সাদিক অ্যাগ্রোতে অভিযান চালায়। অভিযানে ৬টি ব্রাহমা জাতের গরু পাওয়া যায়, যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছিল।

অভিযানের সময় সাদিক অ্যাগ্রোর মালিক বা ব্যবস্থাপক কাউকে পাওয়া যায়নি খামারে।

এর আগে গত সোমবার সাভারের ভাকুর্তায় সাদিক অ্যাগ্রোর খামারে দুদকের অভিযানে বাছুরসহ ১২টি ব্রাহমা জাতের গরু পাওয়া যায়।

তিন বছর আগে বিদেশ থেকে অবৈধভাবে ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো। সরকার সেগুলো জব্দ করে পরিচর্যার জন্য সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে রেখেছিল।

উল্লেখ্য, ২০১৬ সালে ব্রাহমা জাতের গরু বাংলাদেশে আমদানি নিষিদ্ধ করে সরকার। 

 

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

58m ago