দুর্নীতির অভিযোগ

আরও ৫ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

দুর্নীতি দমন কমিশন কার্যালয়। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

তদন্তের আওতায় আসা কর্মকর্তারা হলেন—ঢাকা পূর্ব কর অঞ্চলের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল বন্দরের কমিশনার মো. কামরুজ্জামান, রাজশাহীর উপকমিশনার মো. মামুন মিয়া,  অতিরিক্ত কমিশনার সেহেলা সিদ্দিকা ও কর পরিদর্শক লোকমান আহমেদ।

এর আগে, গত ২৯ জুন ও ১ জুলাই এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দেয় দুদক। 

উল্লেখ্য, এই কর্মকর্তাদের বেশরিভাগই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য ছিলেন। এই পরিষদের নেতৃত্বে সম্প্রতি এনবিআরের কাঠামো ও নীতিমালার সংস্কারের দাবিতে আন্দোলন করেন কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

4h ago