দেড় মাস পর ডিএসইতে টার্নওভার ৭০০ কোটি টাকা ছাড়াল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দেড় মাস পর আজ ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার আগের দিনের চেয়ে ডিএসইর টার্নওভার ১৬ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৭০৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

রেনাটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পূবালী ব্যাংক ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো বড় মূলধনের শেয়ার ভালো করেছে।

ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৫৫ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

একইভাবে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৭ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১ হাজার ১৮৩ দশমিক ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১৮ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২২ দশমিক ৫৭ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০১টি শেয়ারের মধ্যে ২৪৬টির দাম বেড়েছে, ৯৯টির কমেছে এবং ৫৬টির অপরিবর্তিত আছে।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

1h ago