বাংলাদেশের বিদেশি ঋণ কমেছে ১.৩৪ বিলিয়ন ডলার

বিদেশি ঋণ, বাংলাদেশ ব্যাংক, ডলার,

চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশের বিদেশি ঋণ কমেছে ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের মার্চ পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি খাতে মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

এর আগে, গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো বৈদেশিক ঋণ ১০০ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

তবে, চলতি বছরের মার্চ শেষে বেসরকারি খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা গত বছরের ডিসেম্বরের ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের চেয়ে ৩ শতাংশ কম।

অন্যদিকে সরকারের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৯ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের শেষে ছিল ৭৯ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

মার্চে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ ১১ দশমিক ০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ডিসেম্বরের ১১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার থেকে ৭৫০ মিলিয়ন ডলার কম।

একইসঙ্গে বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ ডিসেম্বরের ৯২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে কমে মার্চে ৯১ দশমিক ৫৩ কোটি ডলারে নেমে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি ও আন্তর্জাতিক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় ঋণগ্রহীতারা তাদের ঋণ পরিশোধ করেছে। এ কারণে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ কমেছে।

Comments

The Daily Star  | English
Bangladesh's 8 mega projects cost $7.5b more for graft, delay

Taskforce report: 8 mega projects cost $7.5b more for graft, delay

The initially estimated costs of these projects were $11.2 billion in total

12h ago