মে মাসের প্রবাসী আয় ২.২৫ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
প্রবাসী আয়, রেমিট্যান্স,

চলতি বছরের মে মাসে প্রবাসী আয় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মূলত ঈদুল আযহাকে সামনে রেখে প্রবাসী কর্মীরা দেশে অর্থ পাঠানোয় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

মে মাসের আয়ও আগের মাসের তুলনায় ১০ দশমিক ২৯ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছিল।

সংশ্লিষ্টরা বলছেন, মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসবকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ দেশে পাঠান। তাই কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

Comments