মে মাসের প্রবাসী আয় ২.২৫ বিলিয়ন ডলার

প্রবাসী আয়

চলতি বছরের মে মাসে প্রবাসী আয় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মূলত ঈদুল আযহাকে সামনে রেখে প্রবাসী কর্মীরা দেশে অর্থ পাঠানোয় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

মে মাসের আয়ও আগের মাসের তুলনায় ১০ দশমিক ২৯ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছিল।

সংশ্লিষ্টরা বলছেন, মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসবকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ দেশে পাঠান। তাই কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

Comments

The Daily Star  | English
Fake news affecting Bangladesh-India diplomatic relations

How Indian media conducts its disinformation campaign

A look at two interviews of the press secretary to understand how the layers of misinformation are exploited to build a false narrative

6m ago