সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

সিলেটে বন্যা পরিস্থিতি। ছবি: স্টার

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে আগামী ৮ জুলাই পর্যন্ত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে ৯ জুলাই থেকে নির্ধারিত পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago