ভিয়েতনামে ভবনে আগুন, ৩ শিশুসহ মৃত ৪

ভবনের চতুর্থ তলায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ছবি: দ্য স্টার মালয়েশিয়া
ভবনের চতুর্থ তলায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ছবি: দ্য স্টার মালয়েশিয়া

ভিয়েতনামের রাজধানীয় হ্যানয়ের এক বাড়িতে আগুন লেগে তিন শিশু ও এক নারী মারা গেছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

রোববার সন্ধ্যায় ছয় তলা ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটলে পাশের ভবনের ছাদে লাফিয়ে পড়ে তিন প্রাপ্তবয়স্ক পুরুষ পালিয়ে যেতে সক্ষম হন।

মালয়েশিয়ার গণমাধ্যম স্টার ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, ভবনের চতুর্থ তলায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা বেজে ২২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ভবনের বাকি তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

ভবনটি হোয়াং মাই জেলার দিন কং হা সড়কে অবস্থিত।

আগুন নিয়ন্ত্রণে আনতে ১০০ জনেরও বেশি উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের ১২টি ট্রাক মোতায়েন করা হয়।

আগুন নেভানোর পর পুলিশ ভবন থেকে ৫৩ বছর বয়সী নারী ও দুই থেকে ১১ বছর বয়সী তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

ভবনটির নিচের তিন তলা দোকান এবং রঙ ও নির্মাণসামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহার হত। ভবনের বাইরের অংশে অনেকগুলো বিজ্ঞাপনী বোর্ড বসানো হয়েছিল। 

চীনের গণমাধ্যম শিনহুয়া পরিসংখ্যান বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, এ বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামে এক হাজার ৯৮৯টি আগুন ও বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানা গেছে। এসব ঘটনায় ৩৬ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

"No meeting has happened of the National Command Authority, nor is any such meeting scheduled," he told ARY TV.

16m ago