হ্যানয়ের অ্যাপার্টমেন্ট ভবনে আগুন, নিহত ১৪

হ্যানয়ের অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি
হ্যানয়ের অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি

ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানীর জনবহুল কাউ গেই জেলার ভবনটিতে আগুন ধরে গেলে সেখান থেকে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বের হতে থাকে। এই জেলায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় (স্থানীয় সময়) আগুনের সূত্রপাত হয়।

উদ্ধারকারীরা বাইরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আটকে পড়া সাত ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

প্রতিবেশীরা 'আতশবাজির' মত বিস্ফোরণের শব্দ ও মানুষের চিৎকার শুনতে পান।

আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

এক বিবৃতিতে হ্যানয় পুলিশ জানিয়েছে, 'আগুন খুব দ্রুত ছড়িয়ে পরে। অ্যাপার্টমেন্ট ভবনের সামনে রাখা বেশ কিছু মোটরসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল ও বাইসাইকেল আগুনে পুড়ে গেছে।'

'রাত ১টা বেজে ২৬ মিনিট নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়। উদ্ধারকারীরা ১৪ জনকে নিহত অবস্থায় চিহ্নিত করেন', যোগ করে পুলিশ।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আনুষ্ঠানিক হিসেব মতে এই ভবনে ২৪ জন বাসিন্দা ছিলেন।

ভবনে দুইটি সংযুক্ত ব্লক ছিল। একটিতে দুই তলা ও অপরটিতে তিন তলা ছিল। মোট ১২টি কক্ষ ভাড়া দেওয়া হয়েছিল।

কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে।

গত সেপ্টেম্বরে হ্যানয়ের অপর এক অ্যাপার্টমেন্টে অগ্নি দুর্ঘটনায় ৫৬ জন নিহত হন।

Comments

The Daily Star  | English
BNP demands national election by December 2025

BNP to sue election officials, CECs of last three polls

A three-member BNP team, led by its Standing Committee Member Salahuddin Ahmed, will file the complaint

58m ago