ভিয়েতনামের সাংবাদিক ফাম ডোয়ান ট্রাংক কারাবন্দি, সিপিজের নিন্দা

ফাম ডোয়ান ট্রাং। ছবি: সিপিজে

সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেটা পোস্ট করার অপরাধে ভিয়েতনামের সাংবাদিক ফাম ডোয়ান ট্রাংকে শাস্তি হিসেবে পরিবার থেকে বহু দূরের একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) গতকাল মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে।

সিপিজের দক্ষিণ-পূর্ব এশিয়ার জ্যেষ্ঠ প্রতিনিধি শন ক্রিস্পিন বলেছেন, 'সাংবাদিক ফাম ডোয়ান ট্রাংকে তার পরিবার থেকে অনেক দূরে একটি কারাগারে আটক রাখার ঘটনায় সিপিজে গভীরভাবে নিন্দা জানাচ্ছে।'

তিনি আরও বলেন, 'ভিয়েতনামে একটি বাজে চর্চা রয়েছে, তা হলো কারাবন্দি সাংবাদিকদের সঙ্গে তার পরিবার, আইনজীবী এবং সহকর্মীরা যাতে নিয়মিত দেখা করতে না পারে সে জন্য তাকে অনেক দূরের কোনো কারাগারে রাখা হয়। এই অপমানজনক প্রথা বন্ধ করতে হবে।'

গত ১ অক্টোবর ফাম ডোয়ান ট্রাংকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হোয়া লো ডিটেনশন সেন্টার থেকে দেশের দক্ষিণাঞ্চলের দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) দূরে আন ফুওক কারাগারে পাঠানো হয়েছে। 

ভিয়েতনামের স্বাধীনধারার গণমাধ্যম 'দ্য ভিয়েতনামিজ'-এর সহ-প্রতিষ্ঠাতা ট্রাং। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনাম কর্তৃপক্ষ প্রায়ই 'অতিরিক্ত শাস্তি' হিসেবে এ ধরনের স্থানান্তরের আদেশ দিয়ে থাকে।

রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অপরাধে ট্রাং ভিয়েতনামের ফৌজদারি দণ্ডবিধির ১১৭ নম্বর ধারা অনুযায়ী ৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আগামী ১৭ নভেম্বর তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিপিজে'র ২০২২ সালের আন্তর্জাতিক প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হবে। 

সিপিজের ২০২১ সালের ডিসেম্বর মাসের জেল শুমারি অনুযায়ী, ভিয়েতনাম সাংবাদিকদের জন্য বিশ্বের চতুর্থ নিকৃষ্টতম কারাগার হিসেবে স্থান পেয়েছে। যেখানে অন্তত ২৩ জন গণমাধ্যমকর্মীকে তাদের কাজের জন্য কারাবন্দি রাখা হয়েছে।

 

 

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago