বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আটজন আহত হয়েছেন।
আজ রোববার ঢাকা-বরিশাল মহাসড়ক ও বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই দুই দুর্ঘটনা ঘটে।
সকাল ৮টার দিকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও আটজন আহত হন।
নিহতরা হলেন, কুয়াকাটা-ঢাকা রুটের বেপারী পরিবহনের চালকের সহকারী মো. সোহাগ ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাত সুপারভাইজার।
আহত আটজনও একই পরিবহনের যাত্রী। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, 'বেপারী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টার অতিক্রমকালে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায়। ট্রাকটি মহাসড়কের পাশে পুকুরে ছিটকে পড়ে। এসময় বাসের হেলপার ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান।'
দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালকের সন্ধান পাওয়া যায়নি, তবে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এর আগে, গতরাতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে বাসের সঙ্গে থ্রি-হুইলারের (সিএনজিচালিত অটোরিকশা) সংঘর্ষে দুজন নিহত হন।
নিহতরা হলেন, থ্রি-হুইলার চালক বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা আল-আমিন ও মঠবাড়িয়ার বাসিন্দা যাত্রী আলতাফ মুন্সি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ আলী ডেইলি স্টারকে বলেন, 'শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীরামপুর বাজারে সাকুরা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক আল-আমিন ও যাত্রী আলতাফ মুন্সি মারা গেছেন।'
তিনি বলেন, 'সেসময় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত সিএনজি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।'
পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
নিহত থ্রি হুইলার চালক আল-আমিনের বন্ধু মিঠু ডেইলি স্টারকে বলেন, 'যাত্রী নিয়ে আল-আমিন ঝালকাঠি যায়। সেখান থেকে এক বৃদ্ধ যাত্রীকে নিয়ে বরিশাল নগরে ফিরছিল। শ্রীরামপুর বাজারে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনের মৃত্যু হয়েছে।'
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মানসী বৈদ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনায় মৃত অবস্থায় দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।'
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম ডেইলি স্টারকে বলেন, 'সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।'
Comments