সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনার পরে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সিরাজগঞ্জ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের বাসিন্দা চন্দ্র শেখর (৩৩), একই উপজেলার ধানবান্ধী গ্রামের মো. রইচ উদ্দিন (৬২) ও তার ছেলে আলিফ হাসান (২৭)।

'সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়,' বলেন জিলানী।

তিনি আরও বলেন, 'দুর্ঘটনার পরে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ ও আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।'

Comments

The Daily Star  | English

8 killed as private car plunges into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car fell into a roadside canal in Pirojpur early today

5m ago