দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী ও বীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে মিঠাপুকুর-ফুলবাড়ী ও দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার সরিষপুর গ্রামের বাসিন্দা পিকআপ ভ্যানচালক এনামুল হক (৪৫) এবং দিনাজপুর সদর উপজেলার মজাদাঙ্গা গ্রামের বাসিন্দা বাসযাত্রী আরিফ ইসলাম (২৪)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১১টার দিকে উপজেলার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুরগামী একটি পণ্যবাহী ট্রাক একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ ভ্যানচালক এনামুলকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার সকালে মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কের ভিমলপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও ১৫ জন আহত হন।

ফুলবাড়ী থানার পুলিশ জানায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

Comments