বরিশালে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে 'চোর সন্দেহে' এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের (২৫) পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামের মো. মনির ব্যাপারীর বাড়িতে চোর এসেছে এমন খবরে স্থানীয় লোকজন জড়ো হয়ে চোরকে ধাওয়া দেয়।

পরে তারা একজনকে আটক করে পিটুনি দিয়ে বেঁধে রেখে। পরে সকালে পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি মো. ইউনুস মিয়া বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

ওসি আরও বলেন, 'নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Tarique Rahman has asked everyone to be patient: Fakhrul

Tarique will return once his legal issues are resolved, Fakhrul said

1h ago