এমপি আনার হত্যা: আদালতে আ. লীগ নেতা বাবুর স্বীকারোক্তি

আনার
আনোয়ারুল আজীম আনার। ফাইল ছবি সংগৃহীত

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু আজ শুক্রবার ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম বাবুর জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

বাবু ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

এ মামলায় বাবু ছাড়াও আরও তিনজন আমানুল্লাহ, সেলেস্তি রহমান ও তানভীর ভূঁইয়া এ পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১২ মে কলকাতায় যান এমপি আনার। ২২ মে ভারত ও বাংলাদেশের পুলিশ জানায়, তাকে সেখানে হত্যা করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago