এমপি আনার হত্যা: সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

এমপি আনার হত্যা: সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় | ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা দোকান মালিক সমিতি আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী ছাড়াও রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু, সহসাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মুন্সি মার্কেটের সভাপতি রবিউল ইসলাম রবি, চেম্বার অব কর্মাসের নেতা মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রায় এক মাস পর সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে। এটি ষড়যন্ত্রের অংশ।

মানববন্ধন থেকে দ্রুততম সময়ে মিন্টুকে ছেড়ে দিতে গোয়েন্দা পুলিশের প্রতি দাবি জানান বক্তারা।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গত ১১ জুন বিকেলে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

Comments