বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি, ৬ কিলোমিটার যানজট

পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে প্রায় ৬ কিলোমিটার সড়কে যানজট রয়েছে। ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এ কারণে রাজধানী ঢাকা থেকে দক্ষিণবঙ্গ অভিমুখে যানবাহনের চাপ বেড়েছে।

আজ শুক্রবার ভোর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি দেখা যায়। দক্ষিণবঙ্গমুখী লেনে পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে প্রায় ছয় কিলোমিটার সড়কে যানজট রয়েছে।

জানা গেছে, স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল দিতে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে সেতু এলাকায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে।

পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে প্রায় ৬ কিলোমিটার সড়কে যানজট রয়েছে। ছবি: সংগৃহীত

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে পদ্মা সেতুর টোলপ্লাজার ওয়েটস্কেলে পণ্যবাহী ট্রাক আটকে থাকায় শুক্রবার ভোরে মহাসড়কে যানবাহনের জটলা দেখা দেয়। এতে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি আছে।'

তিনি আরও জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেলের জন্য একটি আলাদা বুথসহ সাতটি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। ট্রাফিক চলাচল স্বাভাবিক করতে তাদের বেগ পেতে হচ্ছে।

Comments

The Daily Star  | English

Army chief meets Khaleda Zia

Chief of Army Staff General Waker-uz-Zaman met BNP Chairperson Khaleda Zia tonight

1h ago