ইউরো-কোপা নিয়ে এমবাপের মন্তব্যের জবাব দিলেন মেসি

mbappe & Messi

ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে ইউরো কাপকে বিশ্বকাপের থেকেও কঠিন বলায় প্রতিক্রিয়া দেখিয়েছেন লিওনেল মেসি। তিনি যুক্তি দিয়েছেন দক্ষিণ আমেরিকার তিন দেশ মিলে দশবার বিশ্বকাপ জিতেছে, তারা তো ইউরো কাপে খেলে না। তাহলে ইউরো কীভাবে সবচেয়ে কঠিন আসর হলো?

শুক্রবার থেকে শুরু হচ্ছে ইউরো কাপ। এই আসরের আগে এমবাপে ইউরো কাপকে সবচেয়ে কঠিন বলে আখ্যা দেন,  'আমি ইউরোকে বিশ্বকাপের থেকেও কঠিন মনে করি। বেশি কঠিন এটা জেতা। আপনি যদি মান চিন্তা করেন ইউরো হচ্ছে সবচেয়ে কঠিন। ট্যাকটিক্যালি সমান মানের ফুটবল হয়।'

এবার ইউরোতে ফ্রান্সের নেতৃত্ব দেবেন এমবাপে, ২০১৮ সালে বিশ্বকাপ জেতা এই তারকা এখনো ইউরো জিততে না পারার প্রসঙ্গ তুলে ধরে নিজের মরিয়া ভাব জানান,  'আমি ইউরো জিততে চাই। আমি বিশ্বকাপ জিতেছি, আমি ন্যাশন লিগ জিতেছি। কিন্তু এই একটা ট্রফি (ইউরো) আমি জিততে পারিনি। আমি জাতীয় দলের হয়ে সব কিছু দিচ্ছে, ইউরো জিততে চায়। অধিনায়ক হিসেবে আমার প্রথম কোন প্রতিযোগিতা। এটা আমার জন্য দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'- সিএনএনকে বলেন এমবাপে। 

এই প্রসঙ্গে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া প্রতিক্রিয়ায় এমবাপের মন্তব্যের জবাব দেন মেসি,  'ইউরো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলে না, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলে না, দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলে না। এতগুলো বিশ্ব চ্যাম্পিয়নকে ছাড়া ইউরো সবচেয়ে কঠিন? বিশ্বকাপে সেরা দলগুলো খেলে। সব বিশ্ব চ্যাম্পিয়নরা সাধারণত খেলে । এই কারণে সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়।'

পিএসজির সাবেক সতীর্থর মন্তব্য যে একদম পছন্দ হয়নি পরেও বুঝিয়ে দেন মেসি, 'সে আরও বলেছে দক্ষিণ আমেরিকান দলগুলো ইউরোপের মতন উচ্চ মানের প্রতিযোগিতা পায় না। কিন্তু সবাই মূল্য দেয় (দক্ষিণ আমেরিকার প্রতিযোগিতার।)।'

ইউরো কাপের ছয়দিন পর শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা আসরও। ফুটবলপ্রেমীদের আগামী কিছু দিন তাতে বুঁদ হয়ে থাকার সুযোগ।

Comments

The Daily Star  | English

University student unions: Student bodies split over polls timing

With DU and JU gearing up for student union elections, the student bodies are now sharply divided over when the polls should be held.

11h ago