চকলেটের দাম কমানোর প্রস্তাব

চকলেটের দাম কমানোর প্রস্তাব
স্টার ডিজিটাল গ্রাফিক্স

আগামী ২০২৪-২৫ অর্থবছরে চকলেটের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, চকলেট জাতীয় পণ্যকে ফুড সাপ্লিমেন্ট ঘোষণায় আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরণের মিথ্যা ঘোষণার প্রবণতা রোধ করতে চকলেটের বিপরীতে আরোপ করা ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা যেতে পারে। 

এতে চকলেটের অপর বিদ্যমান করভার ১২৭ দশমিক ৭২ শতাংশ থেকে কমে ৮৯ দশমিক ৩২ শতাংশ হবে বলে জানান অর্থমন্ত্রী।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য করছাড় সুবিধা পেতে পারে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র।  

এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের শিরোনাম 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

18m ago