শাকিব খানের মতো পরিশ্রমী অভিনেতা আর দেখিনি: মিশা সওদাগর

গতকাল শাকিবের অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ককে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মিশা সওদাগর।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং ঢালিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান একসঙ্গে অনেক সিনেমা করেছেন। তাদের অভিনীত অনেক সিনেমা দর্শকদের হৃদয়ে গেঁথে আছে।

আসছে ঈদে দুজনের অভিনীত সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। গতকাল শাকিবের অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ককে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মিশা সওদাগর।

মিশা সওদাগর বলেন, 'শাকিব খান শিল্পী হিসেবে অতুলনীয়। বড় মাপের শিল্পী। বাংলাদেশের একজন সুপারস্টার। তার অনেক গুণ আছে। শাকিব খান সিনিয়র শিল্পীদের সম্মান করেন, জুনিয়রদের ভালোবাসেন। এটা কাছ থেকে দেখা। কেননা, তাকে আমি বহু বছর ধরে চিনি। একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি আমরা।'

তিনি আরও বলেন, 'অবাক করার মতো বিষয় হচ্ছে, একজন বড় মাপের তারকা টানা ২৫ বছর ধরে সাফল্য ধরে রেখে অভিনয় করে চলেছেন। এখনো তিনি কাজ করছেন। এত সাকসেসের পরও শাকিব খান দারুণ পরিশ্রমী। পরিশ্রম যে কোনো মানুষের জন্য সফলতা এনে দেয়। তিনি এই সময়ে এসেও পরিশ্রম করা বাদ দেননি। কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন বলেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন।'

ঢাকাই সিনেমায় শাকিব খানের যাত্রার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, 'ক্রিকেট খেলায় একটি বিষয় আছে, প্রথমে ভালো খেলোয়াড় হাফ সেঞ্চুরি করেন। তারপর সেঞ্চুরি করেন। তারপর আরও ভালো করেন। শচীন টেন্ডুলকারের মতো খেলোয়াড় হলে তো কথাই নেই। সেভাবেই শাকিব খানও বাংলাদেশের সিনেমায় অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরও থেমে নেই। তিনি ক্রমাগত একটার পর একটা ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন।'

সিনেমার প্রতি শাকিব খানের দায়বদ্ধতা, ভালোবাসা, পরিশ্রম, সাধনা সবকিছু মিলিয়ে তাকে সুপারস্টারে পরিণত করেছে বলে জানান মিশা সওদাগর। তিনি বলেন, 'তার জন্য আমার ভালোবাসা অতীতে যেমন ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ঢাকাই সিনেমায় শাকিব খানের যে অবদান এবং যে পরিশ্রম, এটা নিঃসন্দেহে নতুন শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাকে দেখে অনেক নতুন চলচ্চিত্র শিল্পীরা উৎসাহ পাবেন, সামনে চলার সাহস পাবেন।'

শাকিব খানের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বলেন, 'আমাদের সুন্দর সম্পর্ক আজও অটুট আছে। যারা তাকে কাছ থেকে দেখেননি, মেশেননি তারা হয়ত বুঝতে পারবেন না। কিন্তু আমরা ঠিকই পারি।

'সবশেষে বলব, শাকিব খানের জীবনের প্রথম সিনেমা থেকে শুরু করে শেষ শুটিং হওয়া সিনেমায় আমি অভিনয় করেছি। এটা একটা বড় ঘটনা। শাকিব খানের মতো পরিশ্রমী অভিনেতা আর দেখিনি। ২৫ বছরের ক্যারিয়ার শেষ করে ২৬ বছরে পদার্পণের জন্য শুধুই ভালোবাসা এবং ভালোবাসা,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

2h ago