শ্রীলঙ্কায় শাকিব খান

'তাণ্ডব' সিনেমার শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গেছেন শাকিব খান।
সিনেমার গান ও শেষ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করতে শুক্রবার সকালে ঢাকা ছাড়েন তিনি।
ঈদুল আজহায় মুক্তি পাবে 'তাণ্ডব' সিনেমাটি। এটি পরিচালনা করছেন রায়হান রাফী। সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।
গত এপ্রিল মাস থেকে টানা চলছে 'তাণ্ডব'র শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে ছবির ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, শাকিব খান প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কায় থাকবেন।
শুটিংয়ের জন্য আরও গেছেন সাবিলা নূর ও সিনেমার অন্যান্য সদস্যরা।
Comments