১১ মাস পর শাকিব খানের নতুন সিনেমার মুক্তি

শাকিব খান

অবশেষে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলি অভিনীত 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমাটি।

এর মাধ্যমে প্রায় ১১ মাস পর শাকিবের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

তপু খান পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম ও সুব্রত।

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানিয়েছে, দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে সিনেমাটি একযোগে মুক্তি পাবে।

'লিডার, আমিই বাংলাদেশ' পরিচালক তপু খান ডেইলি স্টারকে বলেন, 'আমার পরিচালনায় প্রথম সিনেমায় দর্শকরা শাকিব খানকে নতুনভাবে আবিষ্কার করবেন। অন্যায়ের প্রতিবাদ আর সমস্যার সমাধানের গল্প নিয়ে আমাদের সিনেমাটি এই ঈদে আসছে।'

'এটি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সর দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে আশা করছি,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English