বাজেট

মূলধনী মুনাফার ওপর কর আরোপ না করার দাবি ডিএসইর

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, শেয়াবাজার,
ঢাকা ক্লাব লিমিটেডে প্রাক-বাজেট সংবাদ সম্মেলন। ছবি: মো. আসাদুজ্জামান

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূলধনী মুনাফার ওপর কর আরোপ না করার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাব লিমিটেডে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে ডিএসইর সভাপতি হাফিজ মুহাম্মদ হাসান বাবু এ দাবি জানান।

এমন সময় এ দাবি জানানো হলো, যখন রাজস্ব আদায়ে মূলধনী মুনাফার ওপর ১৫ শতাংশ আয়কর আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তিনি বলেন, 'মহামারি পরবর্তী সময় ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শেয়ারবাজার এখনো চাপে আছে। তাই এ সময় নতুন কর আরোপ বিনিয়োগকারীদের ওপর আরও চাপ সৃষ্টি করবে।'

তিনি উৎস করও কমানোর কথাও বলেন।

এছাড়া তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২০ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানোর প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, 'পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলোকে উৎসাহিত করতে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করপোরেট কর ব্যবধান ১০ শতাংশ বা ১২ শতাংশ করতে হবে।'

তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির মধ্যে বর্তমানে এই ব্যবধান সাড়ে ৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

8m ago