১ বছরে লাভেলো আইসক্রিমের মুনাফা বেড়েছে ১৫ শতাংশ
তৌফিকা ফুডস ও লোভেলো আইসক্রিম গত এক বছরে ১২ কোটি ১৮ লাখ টাকা মুনাফা করেছে।
গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের হিসাব অনুসারে এই মুনাফার কথা জানানো হয়।
মুনাফার এই হিসাব আগের অর্থবছরের ১০ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় ১৫ শতাংশ বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ারসহ ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে।
লাভেলো জানিয়েছে, শেয়ার লভ্যাংশের উদ্দেশ্য হচ্ছে কিছু মুনাফা পরিশোধিত মূলধনে রূপান্তর করে তার মূলধন পর্যাপ্ততা বাড়ানো।
মোট মুনাফা থেকে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলেও জানানো হয়।
গেল বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল এক টাকা ৪৩ পয়সা।
আজ রোববার দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে লাভেলোর শেয়ারের দাম তিন দশমিক ৮২ শতাংশ বেড়ে ৯৭ টাকা ৮৮ পয়সায় লেনদেন হয়।
Comments