ঈদের ছুটি শেষে পুঁজিবাজারে সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ারবাজার,

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

সাপ্তাহিক ছুটি ও ঈদুল আজহার ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ ছিল পুঁজিবাজারের লেনদেন। সর্বশেষ লেনদেন হয়েছিল গত বৃহস্পতিবার, সেদিনও শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।

ডিএসই'র সার্বিক বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৫ হাজার ১৬১ দশমিক ৩৮ পয়েন্টে লেনদেন শেষ করেছে।

একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সূচক ডিএসইএস ১৩ দশমিক ২৫ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে ১ হাজার ১২১ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ব্লু-চিপ সূচক ডিএস৩০ ২২ দশমিক ২৫ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৪৪ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ইউসিবি স্টক ব্রোকারেজের দৈনিক বাজার আপডেট অনুযায়ী, টার্নওভার আগের দিনের চেয়ে ৪১ দশমিক ৭৬ শতাংশ কমে ২৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬১ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৪ হাজার ৬০৮ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

2h ago