চলছে ইউপিএল'র বিশেষ ছাড়ের বইমেলা 

ছবি ইউপিএল এর ফেসবুক পেইজ থেকে

রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রধান শাখায় চলছে বিশেষ ছাড়ের বইমেলা। আগামী ৪ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত এ মেলা চলবে।  

ফার্মগেটের আরএইচ হোম সেন্টার, ৭৪/বি/১, তৃতীয় তলার ২২৪-২৩৯ নম্বর ইউনিটে আয়োজিত এ মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে ইউপিএল'র বাছাই করা বই কেনার সুযোগ আছে। সঙ্গে আছে অন্যান্য প্রকাশনীর নির্বাচিত বই।

ইউপিএল'র ব্যবস্থাপনা পরিচালক মাহ্রুখ মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা প্রায় দুই দশক এই আয়োজন করে আসছি। পাঠকের সুবিধার্থে আগে আমরা শাহবাগ পাবলিক লাইব্রেরিতে করতাম। পাবলিক লাইব্রেরি সংস্করণ কাজ চলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেলাটি করেছি। গত বছর থেকে ফার্মগেটে শুরু করি। এইখানে দ্বিতীয়বারের মতো চলছে।'

বিশেষ ছাড়ের বইমেলায় রয়েছে- শিশুদের বই, বিজ্ঞানের বই, ইতিহাসের বই, অর্থনীতির বই, রাজনীতির বই, সমাজবিজ্ঞানের বইসহ— ইউপিএল-র নির্বাচিত বই। 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

10h ago