শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ, বাদ যাচ্ছেন নিপুণ?

নিপুণ
জায়েদ ও নিপুণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক যেন থামছেই না। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয় গত ১৯ এপ্রিল। জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস খানেক পর কমিটির বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। রিটে নতুন নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিপুণ দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'আমাকে বলতে হচ্ছে শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারডদের জায়গা না।'

নিপুণের এমন মন্তব্যের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদও বাতিল হতে পারে।

গত বৃহস্পতিবার কমিটির সহ-সভাপতি ডিএ তায়েব সাংবাদিক সম্মেলনে বলেন, 'নিপুণের মন্তব্য সত্যিই হতাশাজনক। তিনি শুধু ডিপজলকেই ছোট করেননি বরং সমগ্র চলচ্চিত্র শিল্পীদের হেয় করেছেন। আমরা তার এমন মন্তব্যের জন্য নোটিশ দেবো। যথাযথ উত্তর না পেলে তার সদস্যপদ বাতিল করা হবে।'

তবে নিপুণ সাধারণ সম্পাদক থাকাকালে বাদ পড়া জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বর্তমান নতুন কমিটি। বিষয়টি নিয়ে ডিএ তায়েব আরও বলেন, 'জায়েদ খান চিঠিতে যথাযথ ব্যাখ্যা দেওয়ায় আমরা তা খতিয়ে দেখে সত্যতা পেয়ে তার সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।'

Comments

The Daily Star  | English

Reform panels aim to ensure power balance

Police Reform Commission may recommend allowing police to use only non-lethal weapons in crowd control to prevent loss of lives

11h ago