‘মামলা খেলবা? আসো...’
ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নাসরিন আক্তার নিপুণ।
বিষয়টি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন ডিপজল।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন অভিনয়শিল্পীরা।
সেই অনুষ্ঠানে ডিপজল বলেন, 'যার কথা (নিপুণ) আপনারা বললেন, তিনি তো বাপকেই অস্বীকার করেন। রক্তের সমস্যা না হলে কেউ এমন করতে পারে না। যার কারণে তার মুখ সবাই চিনল, তাকেই আবার সে ভুলে যায়! দুনিয়াতে আর কী দেখব! মামলা খেলবা? আসো... যেটা খেলতে মন চায় সেটাই খেলো, কিন্তু সেটা যেন হয় ভদ্রতা বজায় রেখে।'
তিনি আরও বলেন, 'এইসব নোংরা কাজ করতে করতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এটা আর যেন ধ্বংসের পথে না যায় সেজন্য যে কাজ করা দরকার আমাদের সেটাই করতে হবে। সবাই সুন্দর ও ধৈর্য ধরে কাজ করলে আমাদেরই লাভ।'
এসময় সেখানে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি ডি এ তায়েব ও সহ-সাধারণ সম্পাদক আরমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Comments