‘অতিরিক্ত তাপে’ রেলের ইঞ্জিনে আগুন, আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
অতিরিক্ত তাপে ঢাকা-ময়মনসিংহ রুটে একটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার খবর জানা গেছে। রেল স্টেশনের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শ্রীপুরের স্টেশনমাস্টার সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুরের শ্রীপুরের কাছাকাছি এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়।
প্রায় আধাঘণ্টা পর সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
স্টেশন মাস্টার বলেন, 'রেললাইনে অতিরিক্ত তাপ থাকায় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'
'রেল স্টেশনের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানো হয়েছে,' বলেন তিনি।
বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব মিয়া ডেইলি স্টারকে বলেন, 'পরিস্থিতি পর্যবেক্ষণে একদল দমকল কর্মী রেল স্টেশনে অবস্থান করছে।'
জানতে চাইলে শ্রীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই রেল কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলেছে। রেল কর্তৃপক্ষ আমাদের বলেছে যে, ওভার হিটের কারণে রেলের ইঞ্জিনে আগুন ধরে যায়।'
'এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে,' বলেন তিনি।
যোগাযোগ করা হলে জয়দেবপুর রেল জংশনের প্রকৌশলী সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রীপুর স্টেশনে রেল ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা এখনো আমাকে কেউ জানায়নি। আমি খোঁজ নিচ্ছি।'
Comments