জামালপুরে চলন্ত অবস্থায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩ বগিতে আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিনগত রাত দেড়টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ৩টি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে পুলিশ প্রটেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানতে চাইলে জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল বলে ধারণা করা হচ্ছে।'

'হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে,' বলেন তিনি।  

Comments

The Daily Star  | English

8.8-Magnitude earthquake in Russia's Far East triggers tsunami

Several people were injured, while much of Japan's eastern seaboard was ordered to evacuate.

26m ago