সিলেট রেলস্টেশনে উপবন এক্সপ্রেসে আগুন
সিলেট রেলস্টেশনে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষমান উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি এসি বগি পুড়ে গেছে। আজ বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাটিকে নাশকতার চেষ্টা বলে সন্দেহ করছে, তবে তদন্ত ছাড়া নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের ওয়ারহাউস পরিদর্শক টিটপ সিকদার।
তিনি বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে স্টেশনের দিকে রওনা হই। ঘটনাস্থলে পৌঁছে দেখি, স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখলেও ভেতর থেকে বগিটি জ্বলছে। পরে আমরা আগুন নিভিয়ে দিই।'
তিনি আরও বলেন, 'একটি এসি বগির ১৭টি সিট সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া এই বগির আরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন অন্য কোনো বগিতে ছড়ায়নি এবং কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।'
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, 'আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে আমরা নাশকতার চেষ্টার সন্দেহ করছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।'
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও রেলওয়ের স্টেশন ম্যানেজার ও রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
Comments