তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

border killing logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার পর উপজেলার খয়খাটপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাট ব্রহ্মতল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।
 
স্থানীয়রা জানান, বাংলাদেশি একটি দল অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে ফকিরপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের মরদেহ নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ১৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার লেভেলে একটি পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে, যা দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।'  

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

1h ago