ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি কিশোর নিহত
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা ও জগদল সীমান্তের মাঝামাঝি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। 

বিএসএফের নাগরভিটা ক্যাম্পের কমান্ডারের বরাত দিয়ে আজ শুক্রবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।  

নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।     

ওসি ফিরোজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে গরু চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশি কয়েকজন বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলার এলাকায় যায়। এসময় ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন তিনগাঁও বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়।'    

ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা রাজুর মরদেহ ভারতীয় সীমান্ত এলাকায় নিয়ে যায়।

এ ঘটনায় আজ সকালে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারকে উদ্ধৃত করে জানান ওসি।   

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা শোনার পর সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।'

 

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

55m ago